শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
বিদ্যমান কোটা ব্যবস্থা প্রশাসনকে মেধাশূণ্য করবে মন্তব্য করে এর সংষ্কার চেয়েছে বাংলাদেশ কংগ্রেস। কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত এক সভায় দলটি দেশে চলমান কোটা আন্দোলনে সমর্থন দিয়েছে। দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের নেতৃবৃন্দ বলেন, চাকরির ক্ষেত্রে কোটা সীমিত করে মেধার প্রতি গুরুত্ব দিতে হবে।
এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিদ্যমান সকল সুবিধা অক্ষুন্ন রেখে কোটা সুবিধা তাদের সন্তানদের পর্যন্ত সীমাবদ্ধ রাখা হোক এবং অন্যান্য সব কোটা কমিয়ে আনা হোক।
দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ মোঃ জিয়াউর রশীদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবলু, সমাজ সেবা ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সেলিম রেজা বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ পিএসসি’র প্রশ্ন ফাঁশ ও প্রশাসনের সর্বস্তরের ক্রমবর্ধমান দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করেন। দলের পক্ষ থেকে দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।