রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি সিলেট
পবিত্র মাহে রামাদ্বান কুরআনুল কারিম নাযিলের মাস, এ মাসেই বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) এর উপর অবতীর্ণ হয় ঐশী মহাগ্রন্থ আল-কুরআন তাই কুরআনের আলোয় আলোকিত সমাজ ব্যবস্থা গড়তে বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে ত্রিশ খন্ডে ত্রিশ পারা কুরআনুল কারিম বৃহত্তর দশগ্রামের বিশুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াতের দারুল কেরাতের চারটি কেন্দ্রে উপহার স্বরুপ প্রদান করা হয়। এতে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী মিজানুর রহমান ময়না ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন প্রতিটি কেন্দ্রে গিয়ে দায়িত্ব প্রাপ্তদের হাতে তুলে দেন কুরআনুল কারিম। ত্রিশ খন্ডে ত্রিশ পারা কুরআনুল কারিম হাতে পেয়ে তারা বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যাদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় এ উদ্যোগ সফলতা লাভ করেছে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু তায়ালা এর প্রতিদান অবশ্যই দান করবেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com