শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
কুয়েত প্রতিনিধ:
ফারুক, সুজন, মজিবুর নামের প্রবাসী, নরসিংদী রায়পুরা বাড়ি কুয়েত থেকে ১০-১৫ জন থেকে বিশাল অংক টাকা পয়সা নিয়ে কুয়েতি থেকে পলাইয়া দেশে চলে গিয়াছে তাকে কুয়েতে জনগণ খুঁজতেছি এ লোক মানুষের কাছ থেকে বিপুল অংকের কুয়েতি দিনার নিয়ে দেশে আত্মগোপনে আছে কারো ফোন ধরে না,এমন তথ্য জানিয়েছেন , সাংবাদিকদের কাছে, কালাম ১০০০দিনার,শাহআলম ৫০০ দিনার, জানা যায়, এই ফারুক, বিভিন্ন লোকের কাছে থেকে, বিভিন্ন কায়দায়, আনুমানিক ৬০০০ দিনার, যাহা বাংলা টাকার ১ কোটি ৮০ লাখ টাকা ,শাহ আলম জানান আমরা কুয়েতে দিনমজুর খেটে টাকা অর্জন করে,এছারা মিলনের কাছ থেকে ফারুক ৭০০০ কুয়েতি দিনার বিভিন্ন কৌশলে ফারুক মতন চিটারের কাছে, ধরা খাই, এখন আমরা কোন গতি খুঁজে পাচ্ছি না, কালাম জানান, আমার বাড়িতে একটি ভিটা ছাড়া আর কিছুই নেই, এই অবস্থায় আমি যদি ফারুকের কাছ থেকে, টাকা না পাই আমার ভিটা বিক্রি করা ছাড়া আর কোন উপায় নাই। আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। অনেক কষ্ট করে না খেয়ে কত কষ্ট করি একমাএ মহান আল্লাহই জানান। আমরা আমাদের ন্যায্য হিসাব পাওয়ার জন্য কুয়েত এমবাসি ও নরসিংদির পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।