রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
আঁখি সরকার রাইঃ
মেঘবতীর গাঢ় গর্জন,
বৈরি বাতাসে সাজায় অঙ্গুলী রোপন;
আলোর দক্ষিণা শেষ হয়ে হাতছাতি
নিভানো সান্ধ্যপ্রদীপ জলবিয়োগে পাতি।
আকাশে আকাশে রেণুকা বেলা রাখো মনে,
পাপ গাছের দুর্বৃত্ত শাখা রক্ত ঝড়ায় হৃদয়াঙ্গনে।
দাঁতে রাখো ঝিনুক খোলসের বিষ,
শখে নয় অভ্যাসের পায়ে সুধাভরা শ্রদ্ধার্যনোবিশ।
মেঘাচ্ছন্ন সবুজে শিলচর
জন্মঘুমে ওঠে সেই বজ্র স্বর-
রক্ত যখন দিয়েছি আরো দেব
রক্তাক্ত সফর নীল নিঃশ্বাসে,
আপ্রাণ উবু হবার পাশে।
হৃদ স্থলনে আতঁরের উবে ওঠা কথা,
রেখে দাও-
রাত শেষে ধুয়ে দেবার কিশোরী ব্যথা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।