মোঃসিরাজুল ইসলাম,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল । রমজান উপলক্ষে আজ ২৩ এপ্রিল রোজ শনিবার উপজেলার কায়েত পাড়া ইউনিয়ন মাঝিনা নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান করা হয়েছে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব হাবিবুর রহমান হাবিব সভাপতি BHRC কায়েত পাড়া ইউনিয়ন শাখা ও সাবেক সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড জাকারিয়া হাবিব বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, BHRCBHRC নারায়ণগঞ্জ জেলা , প্রধান আলোচন ডাঃ মীর মোঃ মাজহারুল ইসলাম আজহার নির্বাহি সভাপতি, BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখা , বিশেষ অতিথি এ্যাড. মোঃ আব্দুল্লাহ রোবেল মোল্লা সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ শাখা , জনাব মোঃ আব্দুল জলিল মেম্বার সহ সভাপতি , BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম মাস্টার বিশিষ্ট শিক্ষানুরাগী
আমন্ত্রিত অতিথিবৃন্দঃ জনাব কবি নায়েব আলি সহ-সভাপতি, BHRC আঞ্চলিক শাখা , জনাব মোঃ ফিরোজ ইসলাম (ফিরোজ) সহ- সাংগঠনিক সম্পাদক, BHRC আঞ্চলিক শাখা জনাব প্রকৌঃ মোঃ সালাউদ্দিন রাশেদ সমাজ কল্যান সম্পাদক, BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখা , জনাব মোঃ নওয়াব ভূইয়া দপ্তর সম্পাদক, BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখা
সভাপতিঃ জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব সভাপতি BHRC কায়েত পাড়া ইউনিয়ন শাখা ও সাবেক সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী , সঞ্চলনায়ঃ জনাব শাহাজালাল সাগর, সাধারন সম্পাদক BHRC কায়েত পাড়া ইউনিয়ন শাখা, ক্রিয়া সম্পাদক ফালান ভূইয়া ও বিল্লাল হোসেন প্রমূখ । পরে ইফতার বিতরণ মিলাদ ও দোয়া দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ###
তাংঃ ২৩/০৪/২০২২ ইং
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com