সিরাজুল ইসলাম,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখেস নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বীর প্রতীক গাজী সেতুর নিচে ইছাখালী বাজার সংলগ্ন বালুর মাঠে জমে উঠেছে গরু ছাগলের হাট। হাটে সরকারি বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য বিশেষ তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।
এই হাট ৫ বছর ধরে সুনামের সাথে পরিচালনা করে আসছে কায়েতপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওমর ফারুক ভুঁইয়া। দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আস্থার সাথে তাদের পশু নিয়ে হাটে আসে। বিকাশ, রটেক, নগদ এবং ক্রেডিট কাডের্র মাধ্যমে লেনদেন করার ব্যবস্থা রয়েছে। হাটে পশুর ডাক্তার ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আজ শনিবার ১৭ই থেকে ২১শে জুলাই পর্যন্ত বিক্রয় চলবে। হাটে ৫০ হাজার টাকা থেকে ৫লক্ষ টাকা দামের গরু রয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com