মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা ও নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
খুনের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছেন আসলাম শেখ ও তার পরিবার। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সংকরপাশা গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ১২ /৪/২০২৫ইং রাত ১১ টার সময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের চান সিকদারের ছেলে রুবেল সিকদার ৩৩ ও তার লোকজন কাশিয়ানী উপজেলার সংকর পাশা গ্রামের বাসিন্দা আসলাম শেখ কে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা ও মটর সাইকেল, মোবাইল কেড়ে নিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটে । রড, সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ দাবি করেছেন, তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা তার নগদ ও বিকাশ থেকে প্রায় ৬৮৯৭৫০ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী ও তার পরিবার ।এক দিকে হত্যার হুমকি। অন্য দিকে নিজের স্যার পুঁজি হারিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীন ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন, এমনকি ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে আসলাম শেখ নিজেই বাদী হয়ে গত ১৩/৪/২০২৫ ইং রুবেল সিকদার কে প্রধান আসামি ও অজ্ঞাতহ ৩ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার এসআই আলিমুল হুদা জনি জানান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com