আবু নাঈম,বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।
রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সাইকেল যোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পারের দিকে আসছিলেন। এ সময় সেতুতে ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যান। তবে তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো।
সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না।
ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুল উদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। লাশ সরানো পর যানচলাচল স্বাভাবিক হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com