শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
রেজাউল করিম সবুজ,বিশেষ প্রতিনিধি:-
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ২০ লাখ ৭২ হাজার ১’শ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক তিনটি কেন্দ্রে মোট ৩ হাজার ৫’শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪’শ ৭৭ জন, নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭শ ২২ জন, চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪’শ ৪৭ জন, দাখিল পরীক্ষায় নলতা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৮৬ জন, নাছরুল উলূম সিদ্দিকীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ৪’শ ২০ জন, কারিগরী শিক্ষা অধিদপ্তরের অধীনে কালিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ২৭ জন ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১’ শ ৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পৃথক ৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেন্দ্রের হল সুপার ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার ছিলেন গোপাল চন্দ্র গাইন, নলতা পরীক্ষা কেন্দ্রের হল সুপার ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন ও ভেন্যু কেন্দ্রের হল সুপার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, চাম্পাফুল হাইস্কুল কেন্দ্রের হল সুপার ছিলেন কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ। কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন সম্পন্ন হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।