নিজস্ব প্রতিনিধি:-
ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই,ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কালীগঞ্জে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। ২২ অক্টোবর শনিবার বেলা ১১ঃ০০ টায় কালীগঞ্জ প্রেসক্লাব এর সামনে রাস্তায় গণ অনশন কর্মসূচি পালন অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত কুমার সেন এর সঞ্চালনায় গণ অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তপন কুমার রায়, মৌতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, দলবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামী, ঠাকুর দাস কর্মকার, অসিত বিশ্বাস, গোপাল মন্ডল প্রমুখ। বক্তারা জাতীয় কেন্দ্রীয় কর্মসূচি দাবি সমূহ তুলে ধরে বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণান,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন অর্পিত সম্পত্তি প্রত্যাবন আইন যথাযথ বাস্তবায়ন,
পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন সমতানের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন দাবি করেন গণ অনশন কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com