বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কালিয়া উপজেলায় পহরডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাব্যাপী অভিযান শুরু হয়েছে। উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গবার সকাল থেকে কালিয়া- চাপাইল সড়কে ইউনিয়নের চাপাইলঘাট সড়কের দুই পাশে পরিস্কার করা হয়। এসময় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মল্লিক মাহামুদুল ইসলাম আয়োজকরা জানান, সারাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিদিনই প্রাণ হানির ঘটনা ঘটছে। তাই ইউনিয়নকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষায় ও ইউনিয়নের মানুষ কে সুস্থ রাখার জন্য ইউনিয়নের সড়কের ঝপ-ঝাড় সহ বিভিন্ন পুকুর, ও বাড়ির আঙ্গীনা পরিস্কার রাখার জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ পরিচ্ছন্নতা অভিযান সপ্তাব্যাপী চলবে। আর অভিযান সঠিকভাবে সম্পূন্ন করতে পারলে ডেঙ্গুমশা উপদ্রব থাকবে না।এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব তৌহিদ রহমান, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কবির (তপন), ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম (হেলাল), ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিম সিকদার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেব, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিম শেখ, সিকদার মিরাজ ও কামরুজ্জান (হিটু) প্রমূখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।