মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কালিয়া উপজেলার ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে বাগুডাঙ্গা মোল্লা বাড়ী মক্তব ইসলামিক ফাউণ্ডেশন কেন্দ্রে ইপি আই টিকাদান কর্মসূচী উদ্ভুদ্ধকরণ কর্মশালা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউণ্ডেশনের মোল্লাবাড়ির অত্র কেন্দ্রে ইমাম মোঃ কমর উদ্দিন সিকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি মাওলানা মোঃ শহীদুল্লাহ্ কালিয়া উপজেলা সুপারভাইজার ইসলাম ফাউন্ডেশন।
বিশেষ অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মাহামুদুল হুসাইন হিসাব রক্ষক ইসমিক ফাউন্ডেশন নড়াইল,
মাওলানা ওসমান গনি কেয়ারটেকার ইসলামিক ফাউণ্ডেশন নড়াগাতী,নড়াইল, মাওলানা শফিকুল ইসলাম মডেল কেয়ারটেকার নড়াগাতী নড়াইল, মাওলনা ওমর ফারুক মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউণ্ডেশন কালিয়া নড়াইল।
এসময় স্থানীয়দের মধ্যে
বক্তব্য রাখেন মোল্লা বাড়ি জামেমসজিদ সভাপতি মোঃ বাইজিদ মোল্লা
উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মোল্লা, জাহেদ মোল্লা,মাহামুব মোল্লা,সাওকাত মোল্লা।
স্থানীয় মধ্যে ইপি আই টিকাদান কর্মসূচী আওতায় উদ্ভুদ্ধ সহ জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com