[caption id="attachment_35703" align="alignnone" width="300"]
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন।[/caption]
মোঃ রেজাউল করিম সবুজ
কালিগঞ্জ.সাতক্ষীরা।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৫ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাক্তার শেখ তৈয়েবুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরলে ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা আক্তার রিক্তা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, শুধু তাই নয় তিনি সাংস্কৃতিক সহ রাজনীতিতে একজন দক্ষ গুণী মানুষ ছিলেন তার মধ্যে তার পিতা সব গুণ লক্ষ্য করা যায়। বক্তারা আরো বলেন শেখ কামাল যেহেতু যুদ্ধের সময় কালীগঞ্জের এই অঞ্চলে এসেছিলেন তার স্মৃতি রক্ষার্থে একটি অডিটোরিয়াম ও রাস্তার নামকরণ করা যেতে পারে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে নির্বাচনী সভায় বক্তব্যের জন্য কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে মঞ্চে বক্তব্য রেখেছিলেন সেখানে একটি স্মৃতিফলক করা যেতে পারে বলে প্রস্তাব করেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com