রেজাউল করিম সবুজ,
কালিগঞ্জ,সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ সাহেবের স্মৃতি বিজড়িত বাল্যকালের স্কুল চকদড়ি খড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ৪ তলা ফাউন্ডেশনের ১ম তলার ছাদ ঢালাই এর কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় সরকারি অর্থায়নে নির্মিত ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। উপ সহ প্রকৌশলী গৌরাঙ্গ কুমার,বিশিষ্ট ঠিকাদার রেজাউল ইসলাম,
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খড়িতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, উজীবনী ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক মোঃ তবিবুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শেখ শিবলী রুমি, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মোবারক হোসেন, মোঃ নুর আলী মোড়ল, মোঃ মহিউদ্দিন হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com