পরিবর্তন ডেস্কঃ
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালামকে (৩৪) কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার আব্দুস ছালাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ছালাম উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।জানা যায়, একই গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলীর (৩৭) সঙ্গে আব্দুস ছালামের মামলা চলছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামের একটি চা-স্টলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় বানেজ আলী তাকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এরপর আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে দরজা খুলে বের হন। এ সময় দেখতে পান, ছালামের ঘরের দরজার সামনে কাফনের কাপড় পরে আছে এবং কাপড়ের ওপর একটি চিরকুট রয়েছে।
চিরকুটে লেখা আছে,
মো. সালাম, তুই বেশি বারাগেছু। ভাল-মন্দ খেয়ে নে। তোর মরার সময় হয়ে গেছে। তোক কোরবানি দিমু ঈদের আগে।
ইতি, তোর বাপ।
এ ঘটনায় বানেজ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছালাম।এ ব্যাপারে জানতে বানেজ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম সমকালকে বলেন, কাফনের কাপড় ও চিরকুট লিখে হত্যার হুমকির ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস ছালাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com