এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি।
কাপ্তাই নতুন বাজার ঢাকা কলোনি সিঁড়িঘাঠে ভারি বৃষ্টি বর্ষণের ফলে ভোর ৪ টায় মরহুম মোনাফ মাঝি এবং মোঃ ফরিদের মোট দুটি ঘর পাহাড় ধ্বসে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। এসময় মোনাফের ছেলে, পুত্র বধু ও ছেলের সন্তান মোট তিন জন ঘরের সাথে মাঠিতে চাপা পরলে ভোর ৪-৫ টায় এলাকাবাসী উদ্ধার করে।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগ নেতা ও সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম উদ্দিন মামুন উদ্ধার কাজ শেষে আমাদের জানান তিন জনের মাটিতে চাপা পরলে তাদের উদ্ধার হয়, এর মধ্যে দুই জন সুস্থ আছে এবং নবী হোসেন নামে একজন মাটি চাপায় বুকে আহত হয়ে অসুস্থ রয়েছে।
এই সময় ঘঠনা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ১০ কেজি চাউল ও নগদ ২০০০ টাকা প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান এবং কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান বলেন যারা ঝুকিপূর্ণ অবস্থায় আছেন তারা যেন অতি দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে।
এসময় উপস্থিতি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এবং কাপ্তাই নতুন বাজার কমিটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com