এম আর এমরান,পেকুয়া,কক্সবাজার।
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে কাচারিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কাছারিমুড়া সমাজ কল্যাণ সংঘ(KSKS) কতৃক আয়োজিত এই ইসলামি কুইজ প্রতিযোগিতায় চবি শিক্ষার্থী মোশারফ হোসেনের সমন্বয়ে, সংগঠনের সহসভাপতি আকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা জনাব নুরুল কবীর, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সদস্য মাহফুজুর রহমান সহ অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল কবির বলেন, অবহেলিত এই এলাকাকে শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে তার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনেও তরুণদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
KSKS এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন সমাজে সমৃদ্বি ও শৃঙ্খলা আনয়নে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। অবহেলিত হলেও এ এলাকায় সম্ভাবনাময়ী ছাত্র ছাত্রীর বিশাল সমাহার। সঠিক গাইডলাইন ও আর্থিক সহযোগিতা পেলে এরা সামনের দিনগুলিতে গৌরবের স্বাক্ষ্য রাখবে। তিনি আরো বলেন ২০১৬ সালে একঝাক স্বপ্নবাজ তরুনদের নিয়ে গঠিত হওয়া এ সংগঠন সূচনালগ্ন থেকেই সমাজের কল্যানে কাজ করে আসছে। শিক্ষা,ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও খেলাধুলা সহ সমাজের বিভিন্ন স্তরে এ সংগঠনের বিচরন।
সুযোগ পেলেই এভাবে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি
। এছাড়া অন্যান্যদের মধ্যে KSKS এর সদস্য মাহফুজুর রহমান ধর্ম ও নৈতিকতার উপর গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেন।
প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র দুই ক্যাটাগরিতে মোট ছয়জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নুরুল কবির ও অন্যান্যরা।
বিজয়ীরা হলেন
সিনিয়র
১ম নেচার উদ্দিন( বা.আ.উ.বি)
২য় মোঃ সাইদি ( শ.জি.উ.কলেজ)
৩য় উম্মে কুলসুম(বা.আ.উ.বি.)
জুনিয়র
১ম উম্মে আয়মন( ফাঁ.ই.কা.মা.)
২য় যৌথভাবে নিহাল(শি.উ.বি)ও নোবেল( বা.প্রা.বি)
৩য় যৌথভাবে জাহেদ (শি.উ.বি.)ও ফারিহা (প্র.ম.কে.জি.স্কুল)
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com