পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রাকিব হোসেন (২৫) নামে এক আনসার সদস্য এর উপর হামলা করে সন্ত্রাসীরা, রাকিব হোসেন কাউখালী উপজেলার ২নং ইউনিয়ন এর পূর্ব আমরাজুরী এর বাসিন্দা
রাকিব হোসেন বলেন, বর্তমানে তিনি বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দায়িত্বরত অবস্থায় আছেন , এবং সেখান থেকে ৬ দিন এর ছুটিতে বাড়িতে আসেন গত ৪ ডিসেম্বর সকাল ১১ টার দিতে তাকে ৩নং সদর ইউনিয়ন এর সাহাপুরা গ্রামে পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে খুন কারার উদেশ্যে হামলা করেন পরে তার চিৎকার শুনে রাস্তায় থাকা লোকজন তাকে উদ্ধার করে, এবং সেই জখম রক্তাক্ত অবস্থায় কাউখালী থানায় উপস্থিত হন এবং থানায় লিখিত অভিযোগ করেন
তিনি বলেন, কাউখালী উপজেলার সাহাপুরা গ্রাম এর মারুফ,রাকিব,কিবরিয়া,উজ্জল, মশিউর, মাহিম সহ অজ্ঞাত আরো ৬ জন তার উপর হামলা চালায় এমন কি তার কাছে থাকা ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়.
কাউখালী থানার অফিসার ইনচার্জ,জাকারিয়া জানান,বিষয় টি নিয়ে তদন্ত চলছে
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com