মোঃ আব্বাস আলী, (ইয়াস) ক্রাইম তদন্ত ঝিনাইদহ জেলা।
কালীগঞ্জে ঝিনাইদহ।
সবাই মুখে মাক্স ব্যবহার করবেন।
ঝিনাইদহ জেলার ৬ টি পৌর এলাকায় কোভিড
সংক্রমন রোধে ঝিনাইদহ জেলা প্রশাসন আগামী ৭ দিনের জন্য বিশেষ বিধি নিষেধ জারি করেছে। আগামি শনিবার (১৯ জুন) থেকে ঝিনাইদহ সদর পৌরসভা সহ জেলার ৬টি পৌর এলাকায় এই বিশেষ বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। আজ বুধবার বিকালে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহামারী করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা, সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা (রাজস্ব) ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম,রায়হান সহ কমিটির সদস্যবৃন্দ।
বিধি নিষেধের মধ্যে রয়েছে বিকাল ৫টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পৌর এলাকার মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পন্য পরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলবে। প্রয়োজন ছাড়া বাইবে বের না হওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাস্ক বাদে এবং স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হলে অধিক জরিমানার বিধান রাখা হয়েছে। এ সংক্রান্ত জন সচেতনতায় দিনভর মাইকে প্রচারনা অব্যহত থাকবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com