(জামান নীলফামারী প্রতিনিধি)
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দেশে অনেকটা কমে গিয়েছিল কয়েক দিন আগেও। তবে কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক হাড়েও বাড়ছে।
এই অবস্থায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ডিমলা থানা পুলিশ।
গত (রবিবার) থেকে পুলিশ মহাপরিদর্শক মহোদয়ে নির্দেশক্রমে এ উপজেলার দশটি ইউনিয়নের প্রতিটি হাট ও বাজারে মানুষকে সচেতন করতে সচেতনা মূলক প্রচার ও করোনা ভাইরাস সক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য ডিমলা থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডিমলা উপজেলা নির্বাহী অফিসার, জয়শ্রী রানী রায়। ডোমার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার, জয়ব্রত পাল। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। সহ থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।
ডোমার- সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার, জয়ব্রত পাল। অটোভ্যান,বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ এবং রাস্তায় থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন,মাননীয় আইজিপি মহোদয় এর নির্দেশক্রমে বাংলাদেশের সকল পুলিশ একযোগে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এরপরেও আমরা পিছ-পা হয়নি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আগামীতেও কাজ করবো।
আমাদের করোনা সচেতন মূলক প্রচার ও মাক্স বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং সহ দিকনির্দেশনা দিচ্ছেন মাননীয় পুলিশ সুপার, মুহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম) নীলফামারী।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com