মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
মামুনুর রশীদ, উপজেলা প্রতিনিধি মৌলভীবাজার:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মৌলভীবাজার বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোকসানা ওয়াহিদ রাহি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে যানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ১ সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা।
উল্লেখ্য যে, তিনি ২০০৯ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত ধার্মিক ও পরোপকারী এই চিকিৎসক মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে ডাক্তার এবং ছেলে ইঞ্জিনিয়ার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
ঐ দিনেই তাকে তাঁর নিজ বাড়ী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খার পাড়ায় জানাযা ও পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।