মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
জুয়েল হাসান সম্রাট ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় করোনাক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরন করেছেন নিষিকান্ত সরকার (৬০) নামে এক ব্যক্তি। তিনি খুলনার একটি বেসরকারী ক্লিনিকের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। মৃতের পুত্র বিদ্যুৎ সরকার জানান, তার বাবা খুলনার একটি ক্লিনিকে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রথম দিকে তার শরীরে জ্বর উঠেছিলো, এবং সে উচ্চ মাত্রায় ডায়বেটিকস এবং কিডনির সমস্যায় ভুগছিলেন।
এমত অবস্থায় গত ২৮ অক্টোবর রাতে তাকে ‘ঢাকা কুয়েত মৌত্রী হাসপাতালে’ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। রোবরার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দিন রাতে তার মরদেহ ডুমুরিয়া সদরের স্থানীয় কালীবাড়ি ও মঠ মহাশ্বশ্নানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। জুয়েল ০১৯১১৯৮১২৪৮
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।