মোঃ উজ্জ্বল (নিজস্ব) প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে মরনাস্র করোনা ভাইরাসের যেন আজ গোটা পৃথিবী স্তম্তিত হয়ে গেছে। চার দিকে শুরু আতষ্ক আর মৃত্যুর মিছিল। সাধারণ একটা কাশির শব্দ কতটা ভয়ংকর হতে পারে,এই ভিডিওটি দেখলে সেটা উপলব্ধি করা যায়। একটা বন্ধ ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ। আর পুরো একটি পরিবার ভয়ে কাতর। লক্ষ্মী এনটিআর খ্যাত অগস্থ্য মঞ্জুর র্নিমিত করোনাভাইরাস সিনেমার ট্রলারে অন্যরকম ভাবে ফুটে উঠেছে বিষয়টি।
ছবিটি প্রযোজনা করেছে রাম গোপাল ভার্মা ও সিএম ত্রুিয়েশন প্রোডাকশন। লকডাউনের মধ্যেই সিনেমাটির শুটিং হয়েছে বলে জানা গেছে। আর সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রলার।
চার মিনিটের এই ট্রলারে তুলে ধরা হয়েছে একটি পরিবারের কেউ কোভিড- ১৯ পজেটিভ হলে সেই পরিবারের কী হাল হয়! এই ট্রলার দেখেই চমকে গেছেন দর্শক। প্রশংসায় ভাসছে ট্রলারটি।স্বয়ং বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্ছনও এই ট্রলারের প্রশাংসায় পঞ্চমুখ।
ট্রলার মুক্তির পর অমিতাভ টুইট করে লেখেন,অদম্য রাম গোপাল বর্মা,অনেকের কাছে রামু। আমার কাছে সরকার। লকডাউনের সম্পূর্ণ একটি সিনেমা তৈরি করেছে তাও একটি পরিবারকে নিয়ে, যা লকডাউনের সময় শুটিং হয়েছে। ছবির নামই করোনাভাইরাস।
রাম গোপাল ভার্মা,অমিতাভ বচ্চনের টুইট শেয়ার করেন। তবে এই ছবি ছাড়াও তার র্গাল ড্রাগন ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। এর আগে মুক্তি পেয়েছিল একটি পলিটিক্যাল কমেডি সিনেমা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com