মোঃ হারুনুর রাশীদ, রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুশুরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালী দাশ।
আজ বৃহস্পতিবার(১২আগস্ট) রাজনগর উপজেলায় স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে মুন্সিবাজার ইউনিয়নের মুশুরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়।
এসময় স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরন্জীব দত্ত, সূচনা প্রতিনিধি ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্নালী দাশ দু'জন গর্ভবতী মহিলা এবং দু'জন দুগ্ধ দানকারী মাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি গর্ভকালীন চেকআপ নিয়মিত করা এবং নিরাপদ ডেলিভারী নিশ্চিত করার জন্য হাসপাতালে ডেলিভারি করানোর জন্য পরামর্শ প্রদান করেন। ক্লিনিকের Breastfeeding corner দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। স্বাস্থ্য বিধি মেনে সেবাদান করার জন্য CHCP কে নির্দেশ প্রদান করেন। উপস্থিত MHV দের মাঠ পর্যায়ে সততার সহিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং সৌন্দর্য বর্ধনে কিছু ফুল গাছের চারা রোপনের ব্যাপারে সূচনার সহযোগিতা কামনা করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com