আন্তর্জাতিক সম্পাদক, আব্দুল বাতেনঃ
মাওলানা হাফেজ এম এ ওহাব, নতুন আরেক ইতিহাসের রুপকার। যেখানে ভোটের ইমেজ ইদানীং লক্ষনীয় নয়,পরিপ্রেক্ষিতে কি এক অজানা মায়ায় আবদ্ধ হয়ে মাওলানা হাফেজ এম এ ওহাব কে ভোট দেওয়ার জন্য সারা উপজেলার ভোটার দল-মত ভুলে ভোট প্রদানের জন্য হিড়িক ফেলে দিয়েছিলো ভোট কেন্দ্রগুলোতে!
৩৯,০৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৪,৯৬১। যেটি পরিসখ্যান অনুযায়ী প্রায় এক তৃতীয়াংশ। একজন জনপ্রতিনিধির উপর মানুষের আস্থা,ভালোবাসা কতটুকু সেটা যাচাই করা খুবই সহজ হয়েছে এই স্বচ্ছ ভোটের মাধ্যমে।
আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঐতিহ্যবাহী চিৎলীয়া গ্রামের কৃতি সন্তান,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্'র কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি,জাতীয় ইমাম সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও হযরত শাহজালাল দারুসসুন্নাহ হাফিজিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালও তিনি। একটা এতিমখানাও পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ এম.এ ওহাব সাহেব।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News - এ
বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে এম. এ ওহাবের নির্বাচিত হওয়ায় উপজেলার মানুষ পাড়া/মহল্লায় মিষ্টি বিলিয়েছেন, মানুষের মনে ফিরে এসেছে স্বস্তির প্রসন্নতা।
কমলগঞ্জ উপজেলার মানুষ মনে করেন, অচিরেই উপজেলাটি পরিনত হবে মডেল উপজেলা হিসাবে।
হাফেজ এম এ ওহাবের পারিবারিক অবস্থান- (তিনি হলেন হাজি মোহাম্মদ ছনু মিয়ার নাতি।)
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com