আবদুল বাতেন : মাওলানা হাফেজ এম এ ওহাব! নতুন আরেক ইতিহাসের রুপকার। যখন ভোটের অমেজ ইদানীং তেমন দেখা যায় না কিন্তু কি এক অজানা মায়ায় আবদ্ধ হয়ে মাওলানা হাফেজ এম এ ওহাব কে ভোট দেওয়ার জন্য সারা উপজেলার ভোটার দল মত ভুলে হাফেজ এম এ ওহাব কে ভোট দেওয়ার জন্য একটা হিড়িক পড়েগিয়েছিলও! ৩৯০৫৭ ভোট পাওয়া এত সহজ কথা নয়!যিনি ২য় হয়েছেন তিনি পেয়েছেন ১৪৯৬১, একজন মানুষের উপর ভালবাসা কতটুকু এটা যাচাই করা খুবই সহজ স্বচ্ছ ভোটের মাধ্যমে।আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঐতিহ্যবাহী চিৎলীয়া গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্’র কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি,জাতীয় ইমাম সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও হযরত শাহজালাল দারুসসুন্নাহ হাফিজিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল,তিনি একটা এতিমখানাও পরিচালনা করেন। হযরত মাওলানা :হাফেজ এম.এ ওহাব সাহেব বিপুলে ভোটে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। হাফেজ এম এ ওহাবের পারিবারিক অবস্থান তিনি হলেন হাজি মোহাম্মদ ছনু মিয়ার নাতি।