এস.এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের হোটেল সী প্রিন্সকে রিকুইজিশন করে আগামী ১ সপ্তাহের মধ্যে ২শ বেডের আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আফসারুল আফসার এ তথ্য জানান। তিনি জানান, জেলা সদরে করোনা রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এবং উপসর্গবিহীন রোগীদের হোম আইসোলেশনে না রেখে আক্রান্ত রোগীর এলাকা ও পরিবারকে ঝুঁকিমুক্ত করতে হোটেলটিকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করার উদ্যোগ নেয়া হয়েছে। আইসোলেশন সেন্টারের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কক্সবাজারে কর্মরত আইএনজিও এবং এনজিও প্রতিনিধিগনের সাথে অনলাইন প্লাটফরমে ইতিমধ্যেই একটি সভা অনুষ্টিত হয়েছে। তারা সকলেই এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষন করেছেন বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com