কক্সবাজার, আগস্ট ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলার প্রার্থী বাছাই কার্যক্রম শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং যোগ্য প্রার্থী যাচাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
জানা গেছে, ইসলামী মূল্যবোধের প্রতি আস্থাশীল, জনপ্রিয় এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এরই মধ্যে কক্সবাজার সদর, রামু, মাওলানা আব্দুর রহিম, চকরিয়া, পেকুয়া, মাওলানা নুরুল মোস্তফা, উখিয়া-টেকনাফ, মুফতি ওসমান গনি চৌধুরী, মহেশখালী, কুতুবদিয়া, মাওলানা জুনাঈদ
জেলার চারটি আসনেই প্রাথমিক পর্যায়ের প্রার্থী তালিকা তৈরি হয়েছে।
জোটের জেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা মেনে, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করার জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। তাছাড়া প্রতিটি আসনের ভোটারদের চাহিদা এবং স্থানীয় রাজনীতির বাস্তবতা বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।
এ প্রসঙ্গে ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মাওলানা মুফতি ওসমান গনি চৌধুরী বলেন,
“জনগণের আস্থা ও ইসলামী মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখতে আমরা যোগ্য, সৎ এবং দক্ষ প্রার্থী নির্বাচনের চেষ্টা করছি। আলাপ-আলোচনা ও জরিপের ভিত্তিতেই শেষ পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।”
এদিকে আসন ভাগাভাগি বা জোটগত সমন্বয় নিয়েও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। কক্সবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে জনপ্রিয় নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কারণে ইসলামী ঐক্যজোট এই জেলার ভোটের মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আগামী সেপ্টেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর কথা রয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com