অসিম সরকার, দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধি
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশ করেছে ৮৫. ২২ শতাংশ শিক্ষার্থী। আর এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এবছর কুমিল্লা বোর্ডে থেকে ১ লাখ ৫৯ হাজার ৭০জন। ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০জন। রাবিবার ৩১ মে সকাল ১১টায় ফলাফলে প্রকাশিত হলে এ তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর পাশের হার কিছুটা কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা। ২০১৯ সালে কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাশের হার ছিলো ৮৭.১৬ শতাংশ। এ বছর তা কমেছে ২ শতাংশের মতো। গেলো বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৬৪ জন; এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৫-এ। এর আগে রাবিবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের ফলাফল বিরণীর বিভিন্ন দিক তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক ড, আসাদুজ্জামান। তথ্যমতে, এবছর কুমিল্লা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। কুমিল্লা বোর্ডের আওতাধীন ৬টি জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ দশমিক ৪১ শতাংশ হারে কৃতকার্য হয়েছে ৭৬ হাজার ৯৬৪ ছাত্রী। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৫ হাজার ৩৩০ জন। পক্ষান্তরে কুমিল্লা বোর্ডে ছাত্রদের পাশের হার ৮৬ দশমিক ৩১। কৃতকার্য ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৬। যাদের মধ্যে এ প্লাস পেয়েছে ৪ হাজার ৯১৫ জন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com