সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭ নং রহিমগন্জ ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দকৃত সহায়তায়, গরীব অসহায় পরিবার ও বেকারদের দক্ষতা উন্নয়ন এবং কোভিড-১৯ প্রতিরোধের লক্ষে সচেতনতা বৃদ্ধি সহ দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক,সাবান, ব্লিচিং পাউডার এবং আত্মকমর্সংস্থানের জন্য দুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করে হয়।
২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইউনিয়নের ১৫০টি দুস্থ পরিবারের মধ্যে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার পাশাপাশি আত্মকমর্সংস্থানের বৃদ্ধির লক্ষে ১৬টি পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৭নং রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার শীতেষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতু জহুরা।
এছাড়াও এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি, ভিবিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও স্হানীয় জনসাধারণসহ
গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ
উপস্হিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।