সুদেব কান্তি দে
২৭ই ফেব্রুয়ারি বিকাল ৬ ঘটিকার সময় আমিরাবাদ ইউনিয়নের জনগণের প্রিয় মুখ আমিরাবাদ ইউনিয়নের আগামি দিনের অভিভাবক, মডেল আমিরাবাদ ইউনিয়ন গড়ার রূপার লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বাদশা খালেদ চট্টগ্রাম থেকে তার পুরাতন বিওসিস্থ বাগান বাড়িতে এলে লোহাগাড়া উপজেলা যুবলীগের নেতা কর্মীদের নিয়ে এক আলোচনা সভা করেন এই আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি দেন যে যারা আজ আমাদের অভিভাবকের পেছনে লেগেছে তারা কোন দিন আওয়ামী লীগ ছিলেন না,তারা দলের আগাছা, তারা উড়ে এসে জুড়ে বসতে চায় আমরা তা হতে দেবনাথ। তিনি আরো বলেন একটা সিন্ডিকেট বিভিন্ন অন লাইনে ও দৈনিক পত্রিকায় লোহাগাড়া সাতকানিয়ার অভিভাবক চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ এমপি নদভীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে যার কোন ভিত্তি নাই আমি লোহাগাড়া যুবলীগের পক্ষ থেকে এর তিব্র প্রতিবাদ জানায়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com