পরিবর্তন ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ করাই হবে প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন সিইসি।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News এ
মঙ্গলবার (১ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে।সাক্ষাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com