পরিবর্তন ডেস্কঃ
নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ এই বিজ্ঞাপন চোখে পড়তো।
বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ। চিপসের বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন।
কিডনিজনিত অসুখে শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি।জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, `আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন। `
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com