পরিবর্তন ডেস্কঃ
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলতি মাসে শুরু হচ্ছে না। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আবেদন নেয়া হতে পারে।
এবার শুধু অনলাইনে আবেদন করা যাবে।
১ সেপ্টেম্বর ভর্তিকৃতদের ক্লাস শুরু হতে পারে। তবে করোনা পরিস্থিতির উন্নতি-অবনতির ওপর এটা আগ-পিছ হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিই নি। এ ব্যাপারে সিদ্ধান্ত ১৫ জুনের আগে হবে।
সাধারণত অন্যান্য বছর ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়।
কিন্তু করোনার কারণে এবার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মিলে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শুরু হবে।
সুত্র -জাতীয় শিক্ষা বোর্ড বাংলাদেশ এর ফেইসবুক পেইজ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com