প্রবাদ আছে..
পাকিস্তান যার বন্ধু,
তার শক্রুর দরকার হয়না।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের দেয়া উপহার (একটি হাত ঘড়ি) কেড়ে নিলো ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির প্রাণ।।😭
ঐ ঘড়িতেই সংযুক্ত ছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ট্রাকিং ডিভাইস, যার ফলে সেনানিবাসের বাইরে স্ত্রী ও মেয়ের সাথে একান্ত সময় কাটানোর সময় তাকে খুঁজে পেতে ইসরাইলের বিন্দুমাত্র সমস্যা হয়নি।।
এই হলো বর্বর পাকিস্তান, এরাও নাকি আবার মুসলিম! অথচ বাংলাদেশের এক শ্রেণির পাবলিক ভারতকে ইসরায়েলের বন্ধু ইত্যাদি ইত্যাদি বলে কতো কাহিনী রচনায় ব্যস্ত।।।
**********************************
সর্বশেষ খবর;- পরাজয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইরান, অপরদিকে স্বাধীনতা বিরোধীদের বাপের দেশ পাকিস্তান! একটি মীর জাফর' এবং প্রতারকদের দেশ। পাকিস্তান ইরানকে সহযোগিতার আশ্বাস দিয়েও সামরিক তথ্য আদান প্রদানসহ সব ধরনের যোগাযোগ এবং আকাশপথ ও স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে।।
ভিডিওর লিংক কমেন্ট দেখুন=👇👇👇
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com