শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ-
করোনা মহামারিতে ঈদ উপলক্ষ্যে অসহায় এতিমদের ও দুস্থদের মুখে হাসি ফোটাতে প্রায় ৯০ জনের পরিবার মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪২ জন শিক্ষকরা । উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, সেমাই, চিনি, পেয়াজ, তেল, দুধ ও মুরগী ।
উপহার সামগ্রী বিতরণকালে উক্ত আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকা শিক্ষকরা বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তারাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে নতুন করে উজ্জিবিত করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।এরকম কাজ আমরা আগামীতে আরো করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের কাজ দ্বারা মানব চিন্তায় পরিবর্তন আনতে পারবো। আমরা বর্তমান প্রজন্ম কথা থেকে কাজে বেশি বিশ্বাস করি। ইনশাআল্লাহ আগামীতে আমাদের কাজ ও চিন্তায় এর প্রভাব দেখতে পাবেন।
এতিম ও অসহায় শিক্ষার্থীরা উপহারগুলো পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।