কাউছার হামিদ আপন, খাগড়াছড়ি (মানিকছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরী স্থাপন করা হয়
উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং স্মার্ট মানিকছড়ি সেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় উপজেলার টাউনহল কক্ষে ১৮ই জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না মাহমুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জয়নাল আবদীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খাগড়াছড়ি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জনাব মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব রিফাত আসমা, থানা অফিসার ইনচার্জ জনাব আমির হোসেন মানিকছড়ি অফিসার মুক্তিযুদ্ধা কমান্ডার জনান মোঃ শফিউল আলম চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সামায়উন ফরাজি সামু প্রমুখ।
বক্তব্যে বর্তমান তরুন প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে এই পাবলিক লাইব্রেরী প্রয়োজন এবং সঠিক ইতিহাস জানার ভুমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্মার্ট মানিকছড়ি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে কেক ও ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com