উত্তেজনার মধ্যে বিরল পদক্ষেপ নিয়েছে ভারত-পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া যুদ্ধপরিস্থিতির মধ্যে সেনাবিনিময় করেছে দুই দেশ। যা দেশদুটির মধ্যকার একটি বিরল ঘটনা।
বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সদ্ভাবনার প্রকাশ ঘটেছে। বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একজন কনস্টেবলকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ভারতও থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে, পাকিস্তানের হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার। তাকে গত ২৩ এপ্রিল পাকিস্তানি বাহিনী আটক করে। তিনি অনিচ্ছাকৃতভাবে গান্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টর দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
অন্যদিকে, ভারতীয় সীমান্তে পাঞ্জাব রেঞ্জার্সের একজন কর্মী মুহাম্মাদুল্লাহকে একই ধরনের পরিস্থিতিতে বিএসএফ কর্মকর্তারা হেফাজতে নিয়েছিল। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ সকালে উভয় ব্যক্তিকে প্রত্যাবর্তন করা হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান রেঞ্জার্স পূর্ণম কুমারকে নিরাপদে ফিরিয়ে দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই অঙ্গভঙ্গিকে প্রশংসা করে এটিকে চলমান উত্তেজনার মধ্যে একটি ইতিবাচক সংকেত হিসেবে বর্ণনা করেছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com