মোঃ হাসান,বাউফল উপজেলাপ্রতিনিধি,পটুয়াখালীঃ
ইসলাম ধর্ম ও কোরআনের বাণী প্রচার করার জন্য, ও মানুষদের সত্যের প্রতি আহবান করার জন্য ( ২৬ শে জানুয়ারি ২০২১ ) মঙ্গল বার রাত ছয় ঘটিকায় পটুয়াখালীর বাউফল নওমালা আব্দুর রশীদ খান ডিগ্রি কলেজ মাঠে।
এশার নামাজের পড়ে স্টাইজ থেকে এক বক্তা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আসার ব্যাপারে বক্তৃতার মধ্যে নিশ্চিত করেন।
তিনি পীর সাহেব চরমোনাই এর ব্যাপারে বলতে গিয়ে বলেন এখানে এমন একটি লোক রয়েছেন যার নাম শুনলে প্রতিটা মুমীনের হৃয় জাগ্রত হয়।
তিনি খানকার পীর ময়দানের বীর। তিনি আরো বলেন যখন ফ্রান্স নবীর বিরুদ্ধে কটুক্তি করেছেন তখন পুরো বিশ্ব বাসী তার দিকে চেয়েছিলেন।
নিউজ টি লেখার সময় পীর সাহেব মঞ্চে আসন গ্রহণ করেন নাই।
মাহফিল টি কেন্দ্র করে হাজার হাজার মানুষের ঢল পরেছে নওমালা কলেজ মাঠে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com