মৌলভীবাজার প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে নিজ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন জামে মসজিদের ইমাম আব্দুল কাইয়ূম। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত মৌলভী আব্দুল কাদিরের পুত্র।
জানা যায়, ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে নিজে করেছেন গরু- ছাগল, হাঁস-মুরগীর খামার। পাশাপাশি উদ্বুদ্ধ করছেন সমাজের তরুন ও হতদরিদ্রদের। সাথে চালিয়ে যাচ্ছেন বৃক্ষ রোপনসহ বিভিন্ন প্রকার গণ সচেতনতা। আসহায়দের দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা। তাছাড়া যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী ইমামের থেকে বিভিন্ন প্রকারের সহযোগীতা-পরামর্শ নিচ্ছেন যখন খুশী তখন।
আলাপকালে ইমাম আব্দুল কাইয়ূম জানান, ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ হচ্ছে ইমাম প্রশিক্ষণ একাডেমী। সারা দেশের মসজিদের সম্মানিত ইমাম ও মুযাজ্জিনগণকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি গণশিক্ষা, পরিবার কল্যাণ, কৃষি ও বনায়ন, প্রাণী-সম্পদ পালন ও মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা, বৃক্ষ রোপণ, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, আদর্শ পরিবার গঠন, নারীর অধিকার ও ক্ষমতায়ন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরন, নারী-শিশু পাচার রোধ, দুর্নীতি প্রতিরোধ, মাদক ও জুয়ার কুফল, বাল্যবিবাহ, সমাজে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ব্যবহারিক ও মৌখিক প্রশিক্ষণ প্রদান করে আমাদের মত ইমামদেরকে উপার্জনক্ষম এবং সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ইমামদের প্রশিক্ষন দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।
এই প্রশিক্ষিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি, অন্যদিকে দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারছি। আমি নিজে সাধ্য অনুযায়ী বিভিন্ন প্রকার খামার করেছি, আমার পাড়া প্রতিবেশীদেরকেও গৃহপালিত পশু পালনে করছি উদ্ভুদ্দো। প্রশিক্ষনকে কাজে লাগিয়ে নিজের পরিবারের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রতিবেশীদেরও বিভিন্ন সময় পরামর্শ দিতে পারছি।
আলাপকালে তিনি আরো জানান, আর্থিক স্বচ্ছলতার পরিধি কম থাকার কারণে অনেক কিছু চাইলেই করা যাচ্ছে না। স্বচ্ছলতা থাকলে নিজেরসহ সমাজের আর পাঁচজনেরও আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারতাম।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com