বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
আবদুল বাতেন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:
ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। আজ রোববার হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, আকাশপথে চালানো একটি হামলা প্রতিহত করেছে তারা।
বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুতির ভাষ্যমতে, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।
সূএ: এপিপি
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।