শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনাকে হিমঘরে পাঠিয়েছে সৌদি আরব। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ইসরাইলের অনলাইন হারেৎজ। তারা বলছে, যুদ্ধের মধ্যে ইরানের সঙ্গে যোগাযোগও আপাতত স্থগিত করেছে সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির ফোনে কথা বলেছেন।
এর মধ্য দিয়ে পুরো অঞ্চলে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া প্রতিরোধের চেষ্টা করেছেন তিনি। ওই সূত্র বলেছেন, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের যে উদ্যোগ নেয়া হয়েছিল তা শীতল হয়ে পড়েছে। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে যখন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তখন সৌদি আরব তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার পুনর্বিবেচনা করছে।
সূত্র: আল-জাজিরার
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।