আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার (২০ মে) বার্তা সংস্থা রয়টার্সও ইরানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারাবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। খবর পার্স টুডে।
প্রেসিডেন্টের মৃত্যু ঘোষণার পর ইরান সরকার জরুরি বৈঠক আহ্বান করেছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com