পরিবর্তন ডেস্কঃ প্রযুক্তির হাত ধরে বর্তমান প্রজন্ম যেভাবে অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার ফলে অনেক তরুণই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিচ্ছেন। কারণ, এই ক্যারিয়ার একজন মানুষকে একদিকে যেমন প্রতিষ্ঠিত করে তুলছে ,অন্যদিকে জীবনকে করে তুলছে স্বাচ্ছন্দময়। এমনই এক তরুণের নাম ইমাম আর হোসেন । নিজের একটি ফেজবুক ফ্যান পেজ দিয়ে ডিজিটাক মার্কেটিং-এ হাতেখড়ি এই তরুণের। ইমাম আর হোসেন একজন স্বতন্ত্র বাংলাদেশী তরুন উদ্যোক্তা ও ডিজিটাল বিপননকারী। বই, সঙ্গীত ভিডিও, অভিনয়, ইউটিউব টিউটোরিয়াল, ব্লগিং এবং ফেইজবুক পেইজ বুস্ট, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা এবং পরিচিতি লাভ করেন ধীরেধীরে ।
ইতিমধ্যে ডিজিটাল বিপননের এবং উদ্যোক্তা বিষয়ে তার কয়েকটি বই ও তিনি গুগল বুকস এ প্রকাশ করেছেন। ২৬ বছরের এই তরুণ পড়ালেখার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং’ এ কাজ করছেন। করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেড়েছে তার কাজের পরিধিও। ইমাম হোসেন জানান, সারা বিশ্বেই এখন ডিজিটাল মার্কেটিং অত্যন্ত জনপ্রিয়,বাংলাদেশও পিছিয়ে নেই। গতানুগতিক ধারা কাটিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে এক অন্যতম রোল মডেল প্রযুক্তির দিক থেকে। দেশের আইসিটি সেক্টরে আশাতীত উন্নয়নের ফলে ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে । ইমাম আর হোসেন জানান, ডিজিটাল মার্কেটিং শিক্ষিত তরুণদের ক্যারিয়ার হতে পারে, এ খাতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুবর্ন সুযোগ রয়েছে। ইমাম হোসেন বলেন, আমরা জানি মার্কেটিংয়ের এর গুরুত্ব দিন দিন বাড়ছে, তাই তরুণদের এই খাতে কাজ করার উপর জোর দিতে হবে।
তিনি বলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায় কিন্তু অজ্ঞতা নিয়ে বারবার শুধু ব্যার্থতার দিকেই আসতে হয়। এর জন্য সবার প্রথমে দক্ষতা বাড়াতে হবে।
এই তরুণ বলেন, অনেকেই ভালো কনটেন্ট তৈরি করেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, সফলতার কোনও শর্টকাট পথ নেই,মানুষ নিজের সততা, একাগ্রতা, কাজ এবং পরিশ্রম দিয়ে সফল হয়ে উঠে। যেখানে মানুষের কাজের কোনো সততা নেই সেখানে কাজের প্রকৃত সম্মান পাওয়া যায় না।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com