জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
আগামী কাল সকালেই নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকাল ৮.৩০ থেকে বিকেল ৪.৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে সরকারদলীয় এ,এচ,এম ফিরোজ (নৌকা) এবং স্বতন্ত্র উৎপল কুমার সিংহ রায় (চশমা), মো. মজিব উদ্দিন (মোটরসাইকেল) ও মো. আমিনুর রহমান (আনারস) প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এবার এই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিন বা (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় থাকলেও মূলত লড়াই হবে আ,লীগ মনোনীত প্রার্থী এ,এচ,এম ফিরোজ (নৌকা) এবং বিদ্রোহী প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমার) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতিই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী। ইউনিয়নে ১৬ টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ১১৪ জন কর্মকর্তাকে প্রশিক্ষন দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের জন্য ভোটারদের দুইদিনব্যাপী মগ ভোটিং কার্যক্রম চালানো হয়েছে।
ডিমলা সদর ইউনিয়নে পুরুষ ও মহিলাসহ মোট ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৩ শত ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩ শত ১০ জন। নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন।
গত ১৪ই ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় সময় ইউনিয়নটির চেয়ারম্যান আবুল কাশেম সরকারের মৃত্যুতে চেয়ারম্যান আসন শূন্য ঘোষণা করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম বলেন, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তাবিধানে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া ১ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চলে গেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতিই গ্রহণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com