এস,এম শামীম (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ-
বর্তমান সময়ে যে কোন বয়সের ব্যক্তির শরীরে যে রোগটি বেশি লক্ষণীয় তা হল চর্ম বা এলার্জি। অধিকাংশ ব্যক্তি এই এলার্জি, চর্মরোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। তাদের দাবি বিভিন্ন ওষুধ সেবন ও ব্যবহারেও মিলছে না এর স্থায়ী প্রতিকার।
আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা মানব কুলের সকল সমস্যা সমাধানে প্রকৃতির মাঝেই সকল নেয়ামতে পরিপূর্ণ করে রেখেছেন। তাই ইউনানী আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মতে প্রাকৃতিক বনৌষধির মধ্যে রোগ নিরাময়ে অনন্য ভূমিকা পালন করে থাকে বরই গাছ।
বরই গাছের পাতা বিভিন্ন রোগ দূর করার পাশাপাশি এলার্জি বা চর্ম রোগে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই বড়ই পাতা ব্যবহারে এলার্জি বা চর্ম রোগের ক্ষেত্রে মিলতে পারে স্থায়ী সমাধান।
বরই পাতা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থেকে। যেমন- কোন ক্ষতস্থানে বরই পাতা বেটে দিলে সে ক্ষতস্থান দ্রুত ভালো হয়। এমনকি এই বরই পাতা ঠান্ডা জনিত সমস্যা সমাধানে, মাথাব্যথা কিংবা জ্বরে খুবই উপকারী। পেটের যে কোন সমস্যা কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা সমাধানে বরই পাতা সাহায্য করে থাকে। মাথার খুশকি বা চুল পড়া নিরাময়ে, ত্বককে সুন্দর রাখতেও এটি উপকারী। বরই পাতা ত্বককে টানটান করা সহ সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। গোসলে নিয়মিত বরই পাতা ব্যবহার করলে দেহের সকল চুলকানি দূর হয়। বরই পাতার রসে প্রাকৃতিক এন্টিহিস্টামিন থাকে যা এলার্জি হ্রাস করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় ও তথ্য মতে এলার্জির ক্ষেত্রে বরই পাতা বেশ কার্যকরী।
আমাদের নিত্য দিনের গোসল থেকে শুরু করে মৃত ব্যক্তিকেও বরই পাতা দিয়ে গোসল করানো হয়। বরই পাতাই রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান উপস্থিত। যা জীবাণু মুক্ত করতে সাহায্য করে। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে থাকে এই বরই পাতা। বরই পাতার রয়েছে আরো বহু গুনাগুন। তাই এই বরই পাতাকে অবহেলার চোখে দেখার কিছু নেই।
বরই পাতার ব্যবহার:- প্রথমে বরই গাছ থেকে এক মুঠো পরিমান পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করা বরই পাতা গুলোকে ব্লেন্ডার করে রস ভের করে নিতে হবে। এরপর এই পাতার রস ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই রস পরিমাণ মতো নিয়ে তাতে কিছু লবণ মিশিয়ে খালি পেটে খেলে অনেক উপকার পাওয়া যায়। নিয়মিত চা কাপের হাফ গ্লাস পরিমাণ করে প্রতিদিন এই বরই পাতার রস রাতে ঘুমানোর পূর্বে খেতে পারেন। এই রসের সাথে এক চামচ পরিমান কালো জিরার গুড়া/ তৈল মিশিয়ে সেবন কারলে এলার্জি বা চর্ম রোগের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এভাবে নিয়মিত বরই পাতার রস সেবন ও ব্যবহারে আশানুরূপ ফলাফল পাওয়া যায়।
তবে বরই পাতা সেবন ও ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উত্তম।
স্বাস্থ্য সচেতনতায় তথ্য প্রকাশে ইউনানী আয়ুর্বেদ তথা ভেষজ চিকিৎসক,
হাকীম-এস,এম শামীম।
(ডি.ইউ.এম.এস)
ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সার্জারি।
মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ময়মনসিংহ।
ফার্মেসি টেকনিশিয়ান, (ফার্মাসিস্ট) ঢাকা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com