বিনোদন ডেস্কঃ
বিশ্বের ৪০ নাগরিকের সঙ্গে ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্ল্যাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করলেন ঢাকাই সিনেমার হিরো জায়েদ খান। ২০ জুলাই এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জায়েদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২১ জুলাই থেকে নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। কেননা এবারই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মাননা পেতে চলেছেন তিনি।
এই সম্মাননা তিনি হাতে পান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড ন্যাশনসের (ইউএন) হেডকোয়ার্টার থেকে। তাই ২০ জুলাই তার জীবনের স্মরণীয় একটি দিন হয়ে রইল বলে জানিয়েছেন এই চিত্রনায়ক।
[caption id="attachment_39158" align="aligncenter" width="300"] সংগৃহীত ছবি[/caption]
পুরস্কার পেয়ে জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য কতটা সম্মানের তা বোঝানো যাবে না। তালিকার ১১ নম্বরে ছিল আমার নাম। পুরস্কার প্রদানের জন্য যখন ইংরেজিতে বলা হলো ‘জায়েদ খান ফ্রম বাংলাদেশ’, তখন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। মঞ্চে উঠে পুরস্কার নিলাম। মানুষের করতালিতে আবেগে আপ্লুত হচ্ছিলাম। অর্জনটি আমাদের বাংলাদেশের জন্য গৌরবের। এটি আমার জীবনের সেরা অর্জন। আমি আমার দেশকে অর্জনটি উৎসর্গ করলাম।’চিত্রনায়ক আরও বলেন, দুবছরের জন্য আমাদের প্রত্যেককে পিস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজের শান্তির জন্য কাজ করব আমরা।
আরও পড়ুনঃ দেশে প্রথমবারের মতো হেলমেট উৎপাদন আসলো আরএফএল গ্রুপ
জানা যায়, সম্প্রীতি, শান্তি ও নিজ নিজ স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন, এমন ব্যক্তিদের প্রদান করা হয়েছে দ্য হিউম্যানিটেরিয়ান প্ল্যাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা। এ বছর বিশ্বের ৪০ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে তা পেয়েছেন জায়েদ খান। ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ এবং দ্য হিউম্যানিটেরিয়ান ফোকাস ফাউন্ডেশন থেকে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয়।উল্লেখ্য, ২১ জুলাই হঠাৎ খবর চাউর হয় আমেরিকায় জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ থেকে একটি পুরস্কার পেয়েছেন জায়েদ খান। খবরে বলা হয়, জাতিসংঘের সদর দপ্তর থেকেই এই পুরস্কার দেওয়া হয়েছে। দেশের প্রথম সারির সংবাদমাধ্যম ছাড়াও নানা নিউজ পোর্টালে খবরটি ফলাও করে ছাপা হয়। কিন্তু জায়েদ খানের ‘জাতিসংঘের পুরস্কার’ পাওয়ার এ বিষয়ে এক প্রতিবেদনে ব্লিটজ জানায়, চিত্রনায়ককে পুরস্কার দেওয়া ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ প্রতিষ্ঠানটির সঙ্গে জাতিসংঘের কোনো সম্পৃক্ততা নেই। মূলত নিজেদের উদ্যোগে জাতিসংঘের একটি হলরুম ভাড়া করে বিভিন্নজনকে পুরস্কৃত করে এই প্রতিষ্ঠানটি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com