এস,এম শামীম (ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং (বুধবার) ফুলপুর উপজেলা বাসস্ট্যান্ড এবং আমুয়াকান্দা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।
এ সময় আসন্ন রমজান উপলক্ষে তেলসহ অন্যান্য পণ্যের মজুতদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান পরিচালনা করা হয়।
ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৭ টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সবাইকে আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুলপুর, ময়মনসিংহ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com