জিহাদুল ইসলাম সুমন,শরীয়তপুর প্রতিনিধি।
বিশ্ব মুসলিমের অন্যতম মরুব্বী, শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী ব্যাক্তিত্ব,শাইখুল হাদীস,শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়তুল্লাহ রহ.- এর সপ্তম পুরুষ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।জনাব পীর সাহেব বাহাদুরপুর আজ সন্ধ্যায় গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আল্লামা শাহ্ আহমদ শফী রহ.ছিলেন বর্তমান শতাব্দীর ইসলাম ও মুসলমানদের অন্যতম মুরব্বি, বাংলাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে, বিশেষ করে কওমী ধারার শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্য অর্জনের পিছনে তার অবদান অনস্বীকার্য, ইসলাম বিরোধী ও বিদ্বেষী শক্তি, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার,তাকে হারিয়ে আজ আমরা এতিম হয়ে গেলাম, হারালাম একজন যোগ্য রাহবার,তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। জনাব পীর সাহেব বাহাদুরপুর আল্লামা শাহ আহমদ শফী রহ.এর জন্য বিশেষ দুয়া ও মুনাজাত করেন যেন মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল দ্বীনী খেদমত গুলো কে কবুল করে নেন ও তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফীক দান করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com