রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ঐতিহ্য বাহি গ্রাম আলীনগর যুবসমাজ কতৃক আয়োজিত রশিটান প্রতিযোগিতা আগামীকাল ১০ মার্চ ২০২১ ইংরেজি বুধবার সকাল ১০.০০ ঘটিকায় গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার হিসাবে থাকছে ১টি ২১" এলইডি টিভি দাতা আশরাফ সিদ্দিকী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জালালাবাদ ইউনিয়ন, দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে ১টি ১৭" এলইডি টিভি দাতা গোলাম রাব্বানী মেম্বার পদপ্রার্থী ২নং ওয়ার্ড, তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে ১ট ১৪" টেলিভিশন দাতা মুজাহিদ আলী মেম্বার, উদ্বোধনী খেলায় রয়েছে একটি মোবাইল সেট দাতা নাজমা বেগম মেম্বার পদপ্রার্থী ১,২ ও ৩নং ওয়ার্ড। খেলায় এন্ট্রি ফিস হিসাবে থাকছে পাঁচশত টাকা মাত্র। খেলাটি দিনের ভিতরে সমাপ্তি করা হবে। এতে সকল ক্রীড়ামোদী বৃন্দকে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটি আমন্ত্রণ জানিয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com